খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বসছে ‘এনার্জি ফেস্ট ১.০’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, গবেষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবটি এক অনন্য পরিবেশ তৈরি করবে বলে আশা করছে আয়োজকরা।
প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এই উৎসবে সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা প্রদর্শনে শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাং অংশ নেবেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতার মধ্যে রয়েছে জ্বালানী শক্তি খাতে বিদ্যমান নানা সমস্যার বাস্তবসম্মত উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা, ক্যাড প্লাটফর্মে ডিজাইন দক্ষতা প্রদর্শন এবং পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানী শক্তির পোস্টার উপস্থাপন।

এ আয়োজনের মাধ্যমে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচিতি জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আয়োজন নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ফেস্টের কো-অর্ডিনেশন মো. মাহমুদুল আলম জানান, এ উৎসব কেবলমাত্র একটি প্রতিযোগিতামূলক ইভেন্ট নয়; এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের একটি মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় ঘটবে, যার মাধ্যমে এনার্জি ক্ষেত্রে নতুন উদ্ভাবনের সম্ভাবনার দুয়ার খুলবে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ মাসুদ, এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামিট পাওয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান, আরএএসএস অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ হাসান আলী।