মার্কিন বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা টেসলা ডিসেম্বরের প্রথম সপ্তাহে চীনে ২১ হাজার ৯০০টি ইভি বিক্রি করেছে, যা ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে সাপ্তাহিক বিক্রির মধ্যে সর্বোচ্চ। বুধবার টেসলা চায়না এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
এটি একটি বিরল সাপ্তাহিক বিক্রির প্রতিবেদন, যা নভেম্বর মাসে চীনা বাজারে টেসলার সর্বোচ্চ মাসিক বিক্রির রেকর্ডের পর প্রকাশিত হয়েছে। নভেম্বরে টেসলা ৭৩ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে।
টেসলার মডেল ওয়াই গত এক বছরে চীনের যাত্রীবাহী গাড়ির মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে, যার বিক্রির সংখ্যা ৫ লাখ ৫৬ হাজার ইউনিট।
বছরের শেষ নাগাদ বিক্রি বাড়াতে টেসলা চীনে বিশেষ প্রণোদনা প্রদান করছে। মডেল ওয়াই-এর জন্য বাকি থাকা ঋণে ১০ হাজার ইউয়ান (১ হাজার ৩৭৫.৮৯ ডলার) সময়সীমাবদ্ধ ছাড় অফার করা হয়েছে। এটি মূলত চীনা প্রতিদ্বন্দ্বী বিওয়াইডির নেতৃত্বে খরচ হ্রাস প্রতিযোগিতার কারণে বাজারের কিছু অংশ হারানোর পর এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি