ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড এবং আইওসের জন্য উন্মুক্ত হয়েছে গুগলের ক্রোম ওয়েব ব্রাউজার। এতে নতুন ট্যাব পেজে নতুন কাস্টোমাইজেশন মেন্যু, ফোর্সড ডার্ক মোড, পাসওয়ার্ক চেকারসহ বেশ কয়েকটি ফিচার আনা হয়েছে। খবর এনগ্যাজেট।
ক্রোম ৭৮ সংস্করণের এই ব্রাউজারে নতুন ট্যাব পেজে সহজেই ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যাবে। গুগলের ইমেজ গ্যালারি এবং থিম থেকে সহজেই এগুলো নির্বাচন করা যাবে। এছাড়া শর্টকাট দেখতে কেমন হবে, শর্টকাট ব্যবহার করা হবে কিনা ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।
কোনো ওয়েবসাইট ডার্ক থিম সাপোর্ট করুক আর না করুন সকল ওয়েবসাইটেই ডার্ক মোড চালু হবে এই ব্রাউজারে। এছাড়া গত ফেব্রুয়ারিতে উন্মোচন করা গুগলের পাসওয়ার্ক চেকআপ এক্সটেনশন নতুন এই ব্রাউজারে ইন্টিগ্রেট করা হবে। এই ফিচারের মাধ্যমে যখন ব্যবহারকারী অনিরাপদ পাসওয়ার্ডের মাধ্যমে কোনো সাইটে সাইনইন করে তখন ঐ পাসওয়ার্ড পাল্টানোর পরামর্শ দেবে ব্রাউজারটি।
ডিবিটেক/বিএমটি