আর-ভেঞ্চারের স্টার্ট-আপ উদ্যোগগুলোকে সুবিধা দিতে টিআইই ঢাকা ও দি অ্যাঞ্জেল নেটওয়ার্ক (টিএএন)-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। বাংলাদেশে স্টার্ট-আপের ধারাকে এগিয়ে নিতে আর-ভেঞ্চার’র উদ্যোগ নিয়েছে রবি।
চুক্তির আওতায় আর-ভেঞ্চার ২.০-এর উদ্যোক্তারা টিআইই ঢাকা থেকে মনিটরিং ও গ্রুমিং সহায়তা এবং টিএএন থেকে বিনিয়োগ সুবিধা পাবেন।
এ উপলক্ষে রাজধানীর রবি কর্পোরেট অফিসে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবি’র সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমদ, টিআইই’র চেয়ারম্যান সোনিয়া বশির কবির, টিআইই’র প্রেসিডেন্ট ও টিএএন’র ভাইস চেয়ারম্যান রুবাবা দৌলা, টিআইই’র উপদেষ্টা শামীম আহসান, টিএএন’র উপদেষ্টা প্রজিৎ বালাসুব্রামনিয়ামসহ উভয় পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।