জমকালো ও জমজমাট আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ড্যাবের মিটআপ। গত ১৯ অক্টোবর শনিবার রাজধানী ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের ১৫ তলায় বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে ড্যাবের আড্ডা। ডোমেইন অ্যাকশন বাংলাদেশ (ড্যাব) নামের ফেসবুক গ্রুপ এই মিটআপের আয়োজন করে।
অনুষ্ঠানে আয়োজকরা জানায়, যারা ডোমেইন বিজনেস সম্পর্কে জানতে আগ্রহী, ড্যাব মিটআপ তাদের জন্য সময়উপযোগী সিদ্ধান্ত হয়েছে। কিভাবে ডোমেইন অ্যাকশন শুরু করা যায় এবং কিভাবে ডোমেইন আফটার মার্কেটে বিক্রি করা যায় এসব বিষয়ে আলোচনা হয় মিটআপে। এ ছাড়াও ডোমেইন বিজনেস সম্পর্কে নানা রকম তথ্য আর সফলদের সফল হওয়ার পেছনে রহস্য জানায় অনেকে। আড্ডা, আলোচনা, কুইজ এবং আকর্ষণীয় উপহারের ব্যবস্থাও ছিল আয়োজনে জুড়ে।
মিটআপ অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাব ফেসবুক পেজের অ্যাডমিন স্বাধীন খান, রানা এ. আহাদ এবং মডারেটর তৌহিদুর রহমান আল-বাকী। প্রোগ্রামটি মোডারেট করেছেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ফেলো আরাফাতুল ইসলাম আকিব।