গুগল গ্লাসের সাফল্য দেখে অন্য প্রযুক্তি কোম্পানিগুলো বসে থাকবে এমনটি হওয়ার কথা নয়। তারপরেও অ্যাপলের এ বিষয়ে নিশ্চুপ থাকা প্রযুক্তি বিশ্লেষকদের কাছে অবাকই মনে হয়েছে। তবে আর বেশিদিন অবাক থাকতে হবে না। কারণ আগামী বছর বাজারে আসবে অ্যাপলের এআর গ্লাস। খবর টেকরাডার।
ব্লমবার্গ বিজনেসউইক জানিয়েছে, আগামী বছর আপডেটের ফাইভজি আইফোনের সাথে আসতে পারে এআর গ্লাস। গ্লাসটি আইফোনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য যেমন টেক্সট, ম্যাপ ইত্যাদি গ্রাহকের চোখের সামনে তুলে ধরবে।
শুধু হার্ডওয়্যারই নয়, এই গ্লাস বা চশমার জন্য নিজস্ব অ্যাপ স্টোরও থাকবে। তবে এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি