প্রযুক্তি খাতের মতোই বিশ্বব্যাপী অটোমোবাইল খাতেও কর্মী ছাঁটাই চলছে জোরশোরে। এবার জার্মান গাড়ি যন্ত্রাংশ ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান বশ প্রায় ৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। খবর ইন্ডিয়া টাইমস।
বশের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান হার্টুয়াং বলেন, ২০২৪ সালে বশ তার অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। তাই জার্মানীতে ৭ হাজারের অধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে, যা আরও বাড়তে পারে। ছাঁটাই হওয়া জনবল পুনরায় নিয়োগ দেয়া হবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
কর্মী ছাঁটাই হলেও কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণ করতে যাচ্ছে বশ। ৮ বিলিয়ন ডলারের বিনিময়ে আইরিশ কোম্পানি জনসন কন্ট্রোলকে কিনতে যাচ্ছে কোম্পানিটি।
উল্লেখ্য, বশ অটোমোবাইল খাতের জন্য ডিস্ক, ব্রেকপ্যাড, সেন্সর, নিরাপত্তা সিস্টেমসহ বহু ধরণের পণ্য তৈরি করে থাকে।
ডিবিটেক/বিএমটি