অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারসমূহের মধ্যে একটি হলো নোটিফিকেশন সামরি। নতুন এই ফিচারের মাধ্যমে আইওএস ১৮.১ ব্যবহারকারীরা তাদের সকল নোটিফিকেশনের একটি এআইনির্ভর সারসংক্ষেপ দেখতে পান। এর ফলে সব নোটিফিকেশন না দেখেও এই সামারি দেখে ব্যবহারকারীরা তাদের ফোনে আসা নোটিফিকেশন সম্পর্কে জানতে পারেন। এবার নিজেদের পরবর্তী ওয়ান ইউআই সংস্করণে এই ফিচারটি আনতে যাচ্ছে স্যামসাং। খবর ফোনএরিনা।
খবরে বলা হয়, আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ সিরিজের সকল মডেলের নোটিফিকেশন সামারি ফিচারটি রয়েছে। একই উৎস থেকে দুই বা ততোধিক নোটিফিকেশন আসলে এই ফিচারটি দারুনভাবে কাজ করে। একঝলকেই ব্যবহারকারীরা নোটিফিকেশগুলো সম্পর্কে জানতে পারনে।
স্যামসাং তাদের পরবর্তী ওয়ান ইউআই ৭ বেটা সংস্করণেই একই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। স্যামসাং ফিচারটিকে ‘এআই নোটিফিকেশন’ হিসেবে আখ্যায়িত করেছে। বর্তমানে শুধুমাত্র কোরিয়ান ভাষা সমর্থন করলেও ফিচারটি স্ট্যাবল সংস্করণে ইংরেজিও সমর্থন করবে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি