প্রযুক্তিগত স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক শীর্ষস্থানীয় আমেরিকান প্রতিষ্ঠান কমিউর একই ধারার আরেকটি কোম্পানি অগমেডিক্সকে অধিগ্রহণ করেছে। এই দুই কোম্পানি একীভূত হয়ে রোগীদের তথ্যসংরক্ষণকে এখন এআই সমৃদ্ধ করে আরো সুচারু ও অধিক সেবামূলক করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন কমিউরের চিফ বিজনেস অফিসার হার্শ সোলাণকিভ এবং অগমেডিক্সের বাংলাদেশের প্রধান নির্বাহী রাশেদ মুজিব। এসময় অগমেডিক্সের ফাউন্ডার এবং কমিউরের সিএসও ইয়ান শাকিলও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিউরের প্রধান ব্যবসা কর্মকর্তা হর্শ সোলানকি বলেন, ‘অধিগ্রহণের পর কমিউর বাংলাদেশে বিপুল বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। এতে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। আধুনিক এআই সমৃদ্ধ হওয়ার কারণে সেবা প্রদান এখন আরও সুবিধাজনক এবং যুক্তরাষ্ট্রের বাজারে সেবাগ্রহীতাদের আগ্রহ বাড়বে।’
রাশেদ মুজিব বলেন, বিদেশিদের এই আগ্রহ বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের আইসিটি খাত শক্তিশালী করবে। গত ১০ বছরের অভিজ্ঞতার আলোকে তিনি বাংলাদেশের তরুণদের মেধাবী, পরিশ্রমী হিসেবে আখ্যা দেন, তাঁদের প্রশংসা করেন।
সূত্রমতে, সম্প্রতি তারা একীভূত হওয়ার বিষয়ে বাংলাদেশে আসেন। সে সময় তারা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কিভাবে আরো উন্নত সেবা প্রদান করা যায় সে বিষয়ে কর্মীদের মতামত শোনেন। তাদের কাছে প্রতিশ্রুতি দেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ অগমেডিক্সের প্রযুক্তি এবং কমিউরের বিস্তৃত সেবা এখন এক হয়ে আরো দ্রুত সমাধান এবং উন্নত রোগীসেবা দুনিয়ার শ্রেষ্ঠতম স্তরে উন্নীত হবে।
অগমেডিক্স বাংলাদেশের অগ্রগতি বিষয়ে রাশেদ মুজিব জানান, অগমেডিক্স গত ১০ বছরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। মাত্র ৬০ জন দিয়ে শুরু করে তাদের কর্মী বাহিনী এখন প্রায় ১ হাজার ৩০০ জনের। বাংলাদেশের তরুণেরা মেধাবী ও পরিশ্রমী। তাদের হাত ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অগমেডিক্স সফলতা পেয়েছে। এই সাফল্যের বার্তা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারা এখন বাংলাদেশ নিয়ে আরও আশাবাদী ও আগ্রহী।