প্রশাসক নিয়োগ এড়াতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে যেতে পারবে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি। আর সেই লক্ষ্য নিয়েই জিপি-রবি’র কাছে সরকারের পাওনা আদায়ে এবার তৈরি হচ্ছে টার্মস অ্যান্ড রেফারেন্স। সমঝোতা বা নিস্পত্তির এই গাইডলাইন তৈরিতে গঠন করা হচ্ছে বিরোধ নিষ্পত্তি কমিটি। এনবিআর-বিটিআরসি-অপারেটর প্রতিনিধিদের নিয়ে এই কমিটি হবে।
মঙ্গলবার (২২ অক্টোবর) টেলিযোগাযোগ বিভাগে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। আলোচনায় দায় নিষ্পত্তিতে সরকার কীভাবে কাজ করবে সেই গাইড লাইনের বিষয়টি থাকছে।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে ডাক গণভবনে সোমবার বিকালে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব অশোক কুমার বিশ্বাস, বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ছাড়াও জিপি’র সিইও মাইকেল পেট্রিক ফোলে এবং রবির সিইও মাহতাক উদ্দিন উপস্থিত ছিলেন।
বৈঠকে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সব পক্ষের আলোচনা শুনে দ্রুত বিরোধ নিস্পত্তিতে নির্দেশনা দিয়েছেন।
তবে নির্দেশনা বিষয়ে বৈঠকে উপস্থিত কেউই মুখ খুলতে চাননি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা এ বিষয়ে এখুনি কিছু বলছি না। সব ইতিবাচকভাবে দেখা হচ্ছে, শিগগিরই সবাই একটি ভালো ফলাফল জানবেন।