বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। অথচ বিশ্বের শীর্ষ দশ ব্র্র্যান্ডের তালিকায় নেই জনপ্রিয় যোগাযোগমাধ্যমটি। শুধু তালিকায় নেই, তা-ই নয়। এই ব্র্যান্ডটি অবস্থান নেমেছে ১৪-তে।
ওমনিকম ব্র্যান্ড কনসালটেন্সি ইন্টারব্র্যান্ড প্রকাশিত চলতি বছরের শীর্ষ ব্র্যান্ডগুলোর এই তালিকায় শীর্ষে আছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবং দ্বিতীয় স্থানে রয়েছে গুগল।
এছাড়া তৃতীয় স্থানে অ্যামাজন। মাইক্রোসফট চতুর্থ, কোকাকোলা পঞ্চম এবং স্যামসাং ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানটি টয়োটা এবং অষ্টম স্থানে আছে মার্সেডিজ, নবম ম্যাকডোনাল্ড ও ডিজনি আছে দশম স্থানে।
ডিজিবাংলা/প্রান্ত