চলতি বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর) অ্যাপল ডিভাইসে আসছে জনপ্রিয় হরর গেম সিরিজ ‘রেসিডেন্ট ইভিল টু’। ২০১৯ সালের এ ক্ল্যাসিক গেম রিমেকটি এখন অ্যাপ স্টোরে প্রি-অর্ডার করা যাচ্ছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
খবরে বলা হয়, জাপানের ভিডিও গেম ডেভেলপার ক্যাপকম চলতি বছরের শুরুতে নিশ্চিত করেছিল যে রেসিডেন্ট ইভিল টু গেমটি আইফোন, আইপ্যাড ও ম্যাকে মুক্তি পাচ্ছে। এটি হবে অ্যাপল ডিভাইসে চালু হওয়া চতুর্থ রেসিডেন্ট ইভিল গেম।
অ্যাপল বলছে, গেমটি আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬ সিরিজ ও নতুন চিপসেটযুক্ত আইপ্যাড এবং ম্যাকবুকে খেলা যাবে। গেমটির একটি অংশ বিনামূল্যে পাওয়া যাবে, তবে পুরো গেমটি খেলতে হলে অর্থ প্রদান করতে হবে।
ডিবিটেক/বিএমটি