একের পর এক ফোন বাজারে এনে চমক দিচ্ছে ভিভো। এবার ভিভো তরুণ প্রজম্মের কথা মাথায় রেখে ইউ সিরিজের ফোন বাজারে আনছে। খুবই শীঘ্রই উন্মোচন হবে ভিভো ইউ৩। ভিভো ইউ৩ ফোনের টিজার সামনে এলো।
সম্প্রতি চীনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট পোস্ট করে ভিভো জানিয়েছে কি কি থাকছে ফোনে। ভিভো ইউ৩ ফোনের পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা। এছাড়াও থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
টিজারে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে ফোনের নীচে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক আর লাউড স্পিকার গ্রিল।
এই ফোনে থাকবে একটি ৬.৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। থাকবে ৪ জিবি র্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। ৩ ক্যামেরার ফোনে থাকছে ১৬ মেগাপিক্সল প্রাইমারি সেন্সর, সাথে থাকবে ৮ মেগাপিক্সল আর ২ মেগাপিক্সল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
১৮ ওয়ার্ড ফাস্ট চার্জ সাপোর্টের ফোনে রয়েছে ৫ হাজার ব্যাটারি। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে ফানটাচ ওএস ৯.০ স্কিন। ফোনটির দাম এখনো জানা যায়নি।