হলিডে শপিং সিজনের জন্য অ্যামাজন প্রায় আড়াই লাখ কর্মী নেয়ার পরিকল্পনা করেছে। মূলত পরিবহন এবং ওয়্যারহাউজের জন্য এসব কর্মী নেয়া হবে। গতবছরও ই-কমার্স জায়ান্টটি এই সংখ্যক কর্মী নিয়েছিলো। খবর রয়টার্স।
খবরে বলা হয়, চলতি বছরের শেষ প্রান্তিকে হলিডে সেলস আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছে অ্যামাজন।
অ্যামাজনের গ্লোবাল অপারেশনস এমপ্লয়ি এক্সপেরিয়েন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্যান্ডি গর্ডন বলে, যদিও চাহিদা ও সংখ্যা অনেক বেড়েছে তারপরেও আমাদের অপারেশনে প্রবৃদ্ধিতে আড়াই লাখ লোককেই সঠিক সংখ্যা মনে করছি।
তবে আড়াই লাখের মধ্যে কতোসংখ্যক অস্থায়ী কর্মী সেটি নিশ্চিত করেনি অ্যামাজন।
ডিবিটেক/বিএমটি