মোটা অংকের জরিমানার সম্মুখীন হয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা। ব্যবহারকারীদের ব্যক্তিগত পাসওয়ার্ড সংরক্ষণের দায়ে ইউরোপীয় ইউনিয়নের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা মেটাকে ১০ কোটি ১৫ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে। খবর রয়টার্স ও ইনডিপেনডেন্ট।
খবরে বলা হয়, মেটা কিছু ব্যবহারকারীদের পাসওয়ার্ড কোনো প্রকার সুরক্ষা বা এনক্রিপশন ছাড়াই সংরক্ষণ করেছে। পাঁচ বছর আগে আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন (ডিপিসি)-কে ব্যবহারকারীদের পাসওয়ার্ড ‘প্লেইন টেক্সট’ হিসেবে সংরক্ষণের বিষয়টি অবহিতও করে তাঁরা। এরপরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়।
পাসওয়ার্ড সংরক্ষণের বিষয়টি মেটা প্রকাশ্যেও স্বীকার করে তখন। তবে সেগুলো অন্য কোনো পক্ষের হাতে পড়েনি বলে জানানো হয়।
মেটার একজন মুখপাত্র জানিয়েছেন যে, ২০১৯ সালে নিরাপত্তা পর্যালোচনা (সিকিউরিটি রিভিউ) চলাকালে এই ত্রুটি চিহ্নিত হওয়ার পর পরই এটি সমাধানের উদ্যোগ নেওয়া হয় এবং ভুলবশত সংরক্ষিত এই পাসওয়ার্ডগুলোর অপব্যবহার করা হয়েছে বা অন্যায়ভাবে অ্যাক্সেস করা হয়েছে এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি