ক্রিপ্টোকারেন্সি বিনিময়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম বাইন্যান্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা চ্যাংপেং ঝাও ৪ মাস পর জেল থেকে ছাড়া পেলেন। শুক্রবার ক্যালিফোর্নিয়ার সংশোধনাগার থেকে ঝাও মুক্ত হন। খবর ব্লুমবার্গ নিউজ।
খবরে বলা হয়, চলতি বছরের শুরতেই চ্যাংপেং ঝাও অর্থ পাচার মামলায় দোষী সাব্যস্ত হলে শাস্তিস্বরুপ ৪ মাসের জেল হয় তাঁর। ঝাও এর বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি তাঁর বাইন্যান্স প্ল্যাটফর্মটি ব্যবহার করে অর্থ পাচার সম্পর্কিত আমেরিকার আইন লঙ্ঘন করেছেন।
চীনা বংশোদ্ভূত কানাডার এই ব্যবসায়ী ক্রিপ্টোকারেন্সি জগতের অন্যতম শীর্ষ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ২০১৭ সালে বাইন্যান্স প্রতিষ্ঠা করেন।
ডিবিটেক/বিএমটি