সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে ছোটদের বাঁচাতে নতুন আইন পাশ হল আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম সম্প্রতি এই বিলে সই করেছেন। ২০২৭ সাল থেকে তা কার্যকর হবে। বাচ্চাদের সোশ্যাল মিডিয়া ফিডে যাতে আসক্তিকর ফিডস না আসে, তা নিশ্চিত করতেই এই আইন পাশ করা হয়েছে। খবর রয়টার্স ও এইসময়।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সারাদিনে বিভিন্ন রকমের পোস্ট আসে। পোস্ট সংক্রান্ত নোটিফিকেশনও ক্রমাগত আসতে থাকে। এর মধ্যে এমন অনেক পোস্ট থাকে যা বাচ্চাদের আসক্তির দিকে ঠেলে দেয়। সেই ধরনের পোস্ট যাতে বাচ্চাদের অ্যাকাউন্টে না আসে না নিশ্চিত করতেই এই আইন।
এর জন্য সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে অ্যালগরিদমে সংশ্লিষ্ট পরিবর্তন আনতে হবে। বাচ্চাদের অভিভাবকদের অনুমতি ছাড়া আসক্তিকর কোনও পোস্ট বাচ্চাদের সোশ্যাল ফিডে এলে তা অপরাধ হিসাবে গণ্য করা হবে। অ্যাডাল্ট কনটেন্ট বাচ্চাদের ফিডে আসাও অপরাধ বলে ধরা হবে।
ক্যালিফোর্নিয়ায় পাশ হওয়া নতুন আরও কিছু নিষেধাজ্ঞা এনেছে। যেমন স্কুলের সময়ে বাচ্চাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনও নোটিফিকেশন আসা চলবে না। সেই সঙ্গে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমের সময় যাতে কোনও নোটিফিকেশন না আসে তাও নিশ্চিত করতে হবে। বাচ্চাদের অ্যাকাউন্ট প্রাইভেট হিসাবে রাখতে হবে।
বাচ্চাদের সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে রক্ষা করতে আইন আনা ক্যালিফোর্নিয়াতেই প্রথম নয়। এ বছরের শুরুতেই এ ধরনের আইন পাশ হয়েছিল নিউইয়র্কে। সেই আইনে অভিভাবকরা বাচ্চাদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ন্ত্রণ করতে পারেন। আমেরিকার উটাহ প্রদেশেও বাচ্চাদের সোশ্যাল মিডিয়া আসক্তি নিয়ন্ত্রণের জন্য আইন পাশ হয়েছে।
ডিবিটেক/বিএমটি