সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাগেদর এক্সবক্স গেমস ইউনিটের প্রায় ৬৫০ জন কর্মী ছাঁটাই করছে বলে জানিয়েছে। ৬৯ বিলিয়ন ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার পর খরচ কমাতে ও সমন্বয় করতে চলতি বছরে কর্মী ছাঁটাইয়ের তৃতীয় ঘটনা এটি। খবর রয়টার্স।
ব্লুমবার্গের বরাত দিয়ে খবরে বলা হয়, চলতি বছরের প্রথমার্ধে গেমিং খাতে প্রচুর পরিমানে কর্মী ছাঁটাই, স্টুডিও বন্ধ হয়ে যাওয়া ও প্রকল্প বাতিলের ঘটনা ঘটেছে। করোনা মহামারীকালীন গেমার সংখ্যা প্রত্যাশাতীতভাবে বাড়ার পর এখন অনেক গেমারই খরচ কমাচ্ছে। তারই প্রভাব পড়ছে গেমিং কোম্পানিগুলোতে।
এক্সবক্সের প্রধান ফিল স্পেন্সারের পাঠানো অভ্যন্তরীণ এক বার্তায় ছাঁটাইয়ের কথা জানানো হয় কর্মীদের। এতে কর্পোরেট ও সাপোর্টিং বিভাগের কর্মীরাই বেশি ছাঁটাই হবে বলে জানানো হয়।
এ বিষয়ে মাইক্রোসফট কিংবা এক্সবক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি