অধিকাংশ জনগন ব্যাংকিং খাতে যুক্ত নয় এমন দেশের মধ্যে অন্যতম পাকিস্তান। তবে দেশটিতে ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে ব্যাংকিং খাতের বাইরে থাকা জনবলকে যুক্ত করার জোর উদ্যোগ নিয়েছে বহুজাতিক পেমেন্ট কার্ড সার্ভিস (পিসিআই) প্রতিষ্ঠান ভিসা। খবর রয়টার্স।
খবরে বলা হয়, আগামী তিন বছরে পাকিস্তানে ডিজিটাল পেমেন্ট সেবায় ১০ গুন অধিক গ্রাহক/ব্যবসায় প্রতিষ্ঠানকে বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভিসা। ভিসা’র পাকিস্তান, উত্তর আফ্রিকা ও লেভান্ত অঞ্চলের জেনারেল ম্যানেজার লেয়লা সেরহান একথা জানিয়েছেন।
নতুন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ভিসা সম্প্রতি দেশটির সবচেয়ে বড় ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়ানলিঙ্কের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির উদ্দেশ্য হলো রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ করা এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা।
পাকিস্তানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ৬০ শতাংশের (৮ কোটি ৩০ লাখের) ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ব্যাংকিং পরিষেবা ব্যবস্থার বাইরে এখনও দেশটির প্রায় এক-তৃতীয়াংশ জনগণ। ব্যাংকিং সেবা না পাওয়া জনসংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের একটি পাকিস্তান।
এমন পরিস্থিতিতে দেশটির ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো নির্মানে এবার বিনিয়োগ করতে যাচ্ছে ভিসা।
ডিবিটেক/বিএমটি