করদাতাদের ডিজিটাল আয়কর, সম্পদ বিবরণী এবং অন্যান্য কর জমা দেওয়ার সুবিধার্থে পৃথক অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার পোর্টাল খুলবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এমনটাই জানিয়েছেন এনবিআরের মুখপাত্র সৈয়দ এ মোমেন।
তিনি বলেছেন, অনলাইনে ২০২৪-২৫ অর্থবছরের আয়কর ও রিটার্ন জমা নিতে ইতিমধ্যে সার্ভার আপগ্রেড করা হেয়েছে। এতে করে একসঙ্গে বিপুল সংখ্যক গ্রাহক নিরবিচ্ছিন্ন ভাবে রিটার্ন জমা দিতে পারবেন।
কর প্রশাসন বলেছে, এই প্রক্রিয়ায় করদাতারা তাদের ট্যাক্স রিটার্ন প্রস্তুত করতে এবং ম্যানুয়ালি জমা দিতে ও প্রিন্ট আউট নিতে সক্ষম হবেন। একইসঙ্গে অনলাইন ব্যাংকিং, কার্ড বা মোবাইল সার্ভিস ব্যবহার করে কর দিতে পারবেন গ্রাহক। এরপর করদাতারা তাদের দাখিলকৃত ট্যাক্স রিটার্ন এবং ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেটের স্বীকৃতির রসিদ পাবেন। তারা করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) এবং টিআইএন শংসাপত্রের জন্যও নিবন্ধন করতে সক্ষম হবে।
এনবিআর জানিয়েছে, ইলেকট্রনিক সিস্টেমটি করদাতাদের বিগত বছরের বৈদ্যুতিনভাবে দাখিলকৃত ট্যাক্স রিটার্নের কপি পাওয়ার সুযোগ মিলবে। এজন্য সাইন আপ করতে, করদাতাদের বায়োমেট্রিক যাচাইকৃত মোবাইল ফোন নম্বর থাকতে হবে।
এনবিআরের তথ্য অনুসারে, ২০২১ সালে ই-ফাইলিং সিস্টেম চালু হওয়ার পর থেকে করদাতারা তাদের আয়কর রিটার্ন দাখিল করতে বেশ আগ্রহ দেখাচ্ছেন। ২০২৩-২৪ সালে প্রায় ৫ লাখ ২৬ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন, যা আগের বছর দাখিল করা ২ লাখ ৪৪ হাজার ই-রিটার্নের দ্বিগুণেরও বেশি ছিল। ২০২১-২২ সালে এনবিআর অনলাইনে ৬১ হাজার ৪৯১টি ট্যাক্স রিটার্ন জমা পড়েছে।
বর্তমানে বাংলাদেশে ৬২ লাখের বেশি ই-টিআইএন নিবন্ধিত আয়কর দাতা রয়েছেন। যার মধ্যে সর্বশেষ অর্থবছরে ২৪ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ এখনও প্রায় ৫২.৪১ শতাংশ টিআইএন হোল্ডার রিটার্ন জমা দেন না।