আগামী বছরে বাজারে আসতে পারে ফেসবুকে ক্রিপ্টোকারেন্সি লিব্রা। শুরুর আগেই সাত কোম্পানি সিটকে পড়লেও উবার, লিফ্ট এবং স্পটিফাই যুক্ত হয়েছে ২১টি প্রতিষ্ঠান। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় লিব্রা অ্যাসোসিয়েশনে স্বাক্ষর করেছে তারা।
লিব্রা অ্যাসোসিয়েশন দাবি করেছে, পেপ্যাল, ভিসা, স্ট্রিপ, মেরকাডো পেগো, ইবে এবং মাস্টারকার্ড নিজেদেরকে সরিয়ে নিলেও ডিজিটাল মুদ্রা প্রকল্পটিতে যোগ দিতে দেড় হাজারেরও বেশি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে আগামী ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভে যোগ দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানে রেগুলেটরি বাধা না পেলে তারা আগামী বছরেই বাজারে আসবে।
পুরো পক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নিতে ইতিমধ্যেই লিব্রার জন্য একজন যোগ্য সিইও খুঁজছে ফেসবুক।