একদিকে লিবরা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সহযোগিরা একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে, অন্যদিকে আরেক সমস্যার মুখোমুখি হলো ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন সাবসিডিয়ারি ক্যালিবরা এর লোগো আরেকটি কোম্পানির লোগোর সাথে মিল থাকার কারণে মামলা করেছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
নতুন ক্রিপ্টোকারেন্সি আনার জন্য ফেসবুকের সাবসিডিয়ারি ক্যালিবরা গঠন করা হয়। পুরো ডিভিশনটি দেখার পাশাপাশি এটি ডিজিটাল ওয়ালেট তৈরি করবে। তবে ক্যালিবরার লোগো আরেকটি মোবাইল ব্যাংকিং কোম্পানি কারেন্ট এর সাথে অধিকাংশই মিলে গেছে। শুধু লোগো দেখতে এখই নয়, সাংঘর্ষিক বটে!
সবচেয়ে মজার বিষয় হলো উভয় লোগো সান ফ্রান্সিসকোর ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ক্যারাক্ট্যার থেকে তৈরি করা। ফেসবুকের পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
আসলে কী ঘটেছে সেটি এখনও পরিস্কার নয়। তবে কয়েনডেস্ক জানিয়েছে, ক্যালিবরা ঘোষনার কয়েকদিন পর কারেন্ট তাদের লোগোর জন্য আবেদন করে।
ডিবিটেক/বিএমটি