জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সিঙ্গাপুরের অফিসের বেশ কয়েকজন কর্মী বাইরের খাবার খেয়ে পেটের অসুখে ভুগছেন। গত মঙ্গলবার ওই ঘটনায় অন্তত ৬০ জন অসুস্থ হয়েছেন, তাদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর বিবিসি।
খবরে বলা হয়, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। খাবার খেয়ে কীভাবে এত মানুষ এক সঙ্গে অসুস্থ হয়ে পড়লেন তার তদন্ত করছে বাইটড্যান্সও।
জানা গেছে, ওই কর্মীরা যে খাবার খেয়ে অসুস্থ হয়েছেন, তা তাদের অফিসে রান্না বা প্রস্তুত করা হয়নি। বাইরের কোনো প্রতিষ্ঠান এই খাবার সরবরাহ করেছে।
ডিবিটেক/বিএমটি