তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় তৃতীয় বারের মতো ৩৫টি ক্যাটাগরিতে ৬৯টি ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড বেসিস। শনিবার আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সৌজন্যে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম,আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এবারের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস চ্যাম্পিয়ন হয়েছেন-
বিজনেস সার্ভিসেস-ফিন্যান্স অ্যান্ড একাউন্টিং-চ্যাম্পিয়ন- অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড, আইসিটি সার্ভিস সল্যুশনস-চ্যাম্পিয়ন- হেলোটাস্ক লিমিটেড, মার্কেটিং সল্যুশনস -চ্যাম্পিয়ন- অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড, প্রোফেশনাল সার্ভিসেস-চ্যাম্পিয়ন- অ্যান্ট বিজনেস নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, কনজ্যুমার-ব্যাংকিং, ইনস্যুরেন্স, ফিন্যান্স-চ্যাম্পিয়ন- লঙ্কাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড, কনজ্যুমার-ডিজিটাল মার্কেটিং-চ্যাম্পিয়ন– অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড, কনজ্যুমার-মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট-চ্যাম্পিয়ন- কন্টেন্ট ম্যাটার্স লিমিটেড, কনজ্যুমার-রিটেইল অ্যান্ড ডিস্ট্রিবিউশন-চ্যাম্পিয়ন- এটুআই, আইসিটি বিভাগ,
ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস বিভাগে-কমিউনিটি সার্ভিসেস-চ্যাম্পিয়ন- শাটল, ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস-এডুকেশন-চ্যাম্পিয়ন- ইয়োডা, হেলথ অ্যান্ড ওয়েলবিঙ্গ-চ্যাম্পিয়ন- এটিআই লিমিটেড, ইনডেজিনিয়াস সার্ভিসেস-চ্যাম্পিয়ন- ব্যাবিলন রিসোর্স লিমিটেড, রিজিওনাল অ্যান্ড রিমোট সার্ভিসেস-চ্যাম্পিয়ন- এখনি.কম লি: (বাগডুম ডটকম),
সাস্টেইলিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট– যুগ্ম চ্যাম্পিয়ন- জেনেক্স ইনফোসিস লিমিটেড, ও স্কিল ডেভলোপমেন্ট ফর মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন প্রকল্প, আইসিটি বিভাগ,
ইন্ডাস্ট্রিয়াল-অ্যাগ্রিকালচার-চ্যাম্পিয়ন-সূর্যমুখী লিমিটেড, ইন্ডাস্ট্রিয়াল-ম্যানুফেকচারিং-চ্যাম্পিয়ন-প্রাইডসিস আইটি লিমিটেড,
ইন্ডাস্ট্রিয়াল-সাপ্লাইচেইন লজিস্টিকস-চ্যাম্পিয়ন-সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস), ইন্ডাস্ট্রিয়াল-ট্রান্সপোর্ট-চ্যাম্পিয়ন-ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড,
পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট-ডিজিটাল গভর্নমেন্ট -চ্যাম্পিয়ন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট-গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিস-চ্যাম্পিয়ন- প্যারালাক্সলজিক ইনফোটেক,
স্টুডেন্ট-সিনিয়র ক্যাটাগরি-চ্যাম্পিয়ন-আইডিইবি আইওটি এবং রবোটিক্স গবেষণা ল্যাব, টারশিয়ারি ক্যাটাগরি-চ্যাম্পিয়ন-এইচএমসফট, টেকনোলজি-এআই-চ্যাম্পিয়ন-পিএমস্পায়ার লিমিটেড,
টেকনোলজি-বিগ ডেটা-চ্যাম্পিয়ন- ক্র্যামস্ট্যাক লিমিটেড, ইন্টারনেট অব থিংস-চ্যাম্পিয়ন- বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড,
ক্রস ক্যাটাগরি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-চ্যাম্পিয়ন- পাইন সলিউশনস লিমিটেড, স্টার্টআপ- যুগ্ম চ্যাম্পিয়ন-এআরকম এবং সিগমাইন্ড।