মঙ্গলবার “কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং” শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার করেছে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)। দুপুর ২টা থেকে ৩:৩০টা পর্যন্ত ইউআইটিএসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। সভায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, সমাজকর্ম, আইন, ব্যবসায়িক অধ্যয়ন, সিএসই, আইটি, ইইই, ইসিই, ফার্মেসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক সদস্য অংশগ্রহণ করেন।
ওয়েবিনারে প্রধান বক্তা ছিলেন কিউএস এর আঞ্চলিক ব্যবস্থাপক রামি আওয়াদ। তিনি আলোচনায় কিউএস র্যাঙ্কিং পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ধারণের ফ্যাক্টরগুলোর উপর আলোকপাত করেন।
আয়োজকরা বলেছেন, সেমিনারটির মাধ্যমে গবেষণা কার্যক্রম এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের একটি অনন্য সুযোগ সৃষ্টি করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের ভাইস-চ্যান্সেলর, অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূইয়া।
ইউআইটিএস এর আইকিউএসি পরিচালক প্রকৌশলী মোঃ সফায়েত হোসেনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, ব্যবসা অনুষদের ডিন ড. ফারুক হাসান, বিভাগীয় প্রধান এবং ১০০ এরও বেশি শিক্ষক সক্রিয়ভাবে সেশনে অংশগ্রহণ করেন।