সামাজিক যোগাযোগ মাধ্যমে সব পোস্টই ব্যবহারকারীদের পছন্দ হবে এমনটি নয়। তবে অপছন্দ হলেও আপাতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেই পোস্ট ডিজলাইন বা অপছন্দের কোনো রিঅ্যাকশন দেয়ার সুযোগ নেই। অবশেষে সেই সুযোগ তৈরি করতে চলেছেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, পোস্ট বা মন্তব্যকে ডাউনভোট করতে নতুন একটি ফিচার ডেভেলপ করতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। আগের টুইটার নামে পরিচিত এ প্লাটফর্মে যেকোনো পোস্টকে ভালো বলার পাশাপাশি এখন খারাপ বলার সুযোগও দেয়ার কথা ভাবছে।
ফিচারটি রেডিটের মতো ডাউনভোট আইকনের পরিবর্তে একটি ডিজলাইক বাটনের অনুরূপ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি