ফটো, ভিডিও ও রিল শেয়ারে রিরো ডব্লিউ২ স্মার্ট ওয়াচ প্যান্থম ব্ল্যাক পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। তবে স্মার্ট ওয়াচটি আইপি৬৭ ওয়াটার রেসিসটেন্স ও আল্ট্রা ক্লিয়ার হলেও শর্ত প্রযোজ্য।
সুযোগটি গ্রহণ করতে আগ্রহী ব্যক্তিকে নিজের ট্যুরের সেরা আনন্দময় মুহূর্তের ছবিগুলোর সাথে যোগ করতে হবে ভিভোর নির্দিষ্ট করে দেওয়া বন্ধুত্বের গান এবং তা শেয়ার করতে হবে ভিভোর অফিসিয়াল ফেইসবুক পেইজের নির্দিষ্ট পোস্টের কমেন্ট সেকশনে। কমেন্টে মেনশন করতে হবে প্রিয় বন্ধুদের নাম। ইংরেজিতে হ্যাশট্যাগসহ লিখতে হবে #ট্রাভেলবাডি, #ভিভোওয়াই২৮বিডি, #এন্ডলেসপাওয়ারএন্ডলেসফান, #৬০০০এমএইচসুপারব্যাটারি। আবার ‘ভিভো মোমেন্টেস’ ওয়েবসাইটেও সাবমিট করা যাবে ছবিগুলো। এরপর পোস্টটি হ্যাশট্যাগসহ শেয়ার করতে হবে নিজের প্রোফাইলে। যথাযথ নিয়ম মেনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কোয়ালিটি ছবি নির্বাচিত করা হবে। ছবির মানের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করবে ভিভো।
প্রসঙ্গত, যেকোনো স্মার্টফোন বা ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি বা ভিডিও ধারণ করা যাবে। ভিডিও বা রিলসের সময় কম হলেই ভালো। কন্টেন্ট কোয়ালিটির ভিত্তিতে বিজয়ী ঘোষণা করবে ভিভো।