বর্তমানে ইমুলেটর ব্যবহার করে কম্পিউটারে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের গেম খেলা কিংবা আইওএস অ্যাপ ব্যবহার করা যায়। আইওএস অ্যাপ ও গেমের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যেতো না। অবশেষে আইওএস ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল। খবর গিজচায়না।
আনুষ্ঠানিকভাবে ইউটিএম এসই নামের নতুন পিসি ইমুলেটর চালুর কথা জানিয়েছে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট। সংশ্লিষ্টদের মতে এর মাধ্যমে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা ইমুলেটরের মাধ্যমে পছন্দের গেম ও সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
কোম্পানির তথ্যানুযায়ী, ইউটিএম এসই ইমুলেটরের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আইফোন ও আইপ্যাডে ক্লাসিক সফটওয়্যার ও গেম ব্যবহার করতে পারবে। এটি মূলত কেমু (কিউইএমইউ) ইমুলেটরের ওপর ভিত্তি করে নির্মিত। ফলে এটি এক্স ৮৬, পিপিসি থেকে শুরু করে সব ধরনের কম্পিউটার সেট আপে কাজ করতে পারবে।
এ ইমুলেটর ছবি ও লেখা ব্যবহার করে এমন যে কোনো অপারেটিং সিস্টেম চালাতে পারবে। এছাড়াও ব্যবহারকারী চাইলে আগে থেকে তৈরি করা ভার্চুয়াল মেশিনও ব্যবহার করতে পারবে।
ডিবিটেক/বিএমটি