চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) “আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৪” এ চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল হল। খেলার চূড়ান্ত পার্বে ১-০ গোলে বঙ্গবন্ধু হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল হল। একমাত্র গোলদাতা হলেন শেল রাসেল হলের আবাসিক ছাত্র ওমর আবীর। এছাড়াও এবারের টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন এফ. এম. মিফতাহুজ্জামান।
শিরোপা নির্ধারনী ম্যাচ শেষে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত এই খেলায় বিজয়ীদৈর হাতে পুরস্কার তুলে দেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম,ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইসলাম মিয়াসহ সকল হল এর প্রভোস্ট।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন।
এর আগে ৩০ মে শেখ রাসেল হল বনাম বঙ্গবন্ধু হলের মধ্যকার ম্যাচ দিয়ে দিয়ে শুরু হয় চুয়েটের আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের মধ্যে গ্রুপ পর্বের এই টুর্নামেন্টে অংশ নেয় ১০টি দল।