রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের (SPIEF) ইনোভেশন স্পেস-এর অংশ হিসেবে অনলাইনে অনুষ্ঠিত হলো সাবাইর পেশাদার দক্ষতা অনুশীলন প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশে থেকে অংশ নেয়া সাইবার প্রাক্টিশনারদের নিয়ে অনুষ্ঠিত এই স্ট্যান্ড অফ সাইবার ব্যাটেলে আর্থক খাত, শিল্প খাত, জ্বলানী, তেল, গ্যাস ও ইউটিলিটিসহ বিভন্ন খাতের সাইবার পেশাদাররা অংশ নেয়।
৪-৭ জুন চলে এই দক্ষতা প্রদর্শনের লড়াই। এতে বিভিন্ন দেশের বেশ কয়েকটি দল রেড টিম (আক্রমণকারী) এবং ব্লু টিম (ব্লু টিম) হিসাবে সাইবার সক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এবার রেড টিমের জন্য ১২টি দেশের ১৬টি দল এবং ব্লু টিমে ৮টি দেশের ১৬ টি দল সাইবার ডিফেন্ডার হিসাবে খেলায় অংশ নেয়। প্রতিদিন গড়ে
এর মধ্যে ব্লু টিম (সাইবার ডিফেন্ডার) ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে BGD ই-GOV CIRT-এর নীল দল “CyberPrantikKella”। দলটি ১ ঘণ্টা ৪২ মিনিটে ২৭টি দুর্ঘটনা সনাক্ত এবং ১০ ঘণ্টা ২৫ মিনিট ব্যায় করে ২৯টি মধ্যে ৪টি ঘটনা অনুসন্ধন করে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী সকল গ্রুপের মধ্যে শীর্ষ ৮ম স্থান অধিকার করে। এছাড়াও লাল দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১টি ভালনারিবিলিটি সনাক্ত করে ১৯০০ পয়েন্ট পেয়েছে।