২০২১ সালের ২৪ মার্চ চালু হয়েছিলো দেশীয় ওটিটি (ওভার দ্য টপ) কলিং সার্ভিস ‘আলাপ’। চার বছরের মধ্যে ১৪ লাখ ৯১ হাজার গ্রাহক নিবন্ধিত হয়েছেন এই অ্যাপে। এছাড়াও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ৪ লাখ ৫০০ হাজার গ্রাহক রাষ্ট্রায়ত্ব টেলিকম অপারেটর বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জিপনে সংযুক্ত হলেও এটি ব্যবহার করেন ৮২ হাজার গ্রাহক। এই দুইটি সেবাকে গ্রাহক পর্যায়ে জনপ্রিয় করতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে বিটিসিএল প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন অতিরিক্ত এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী। এসময় সংস্থাটির ডিএমডি সঞ্জীব কুমার ঘটক ও জিয়াউল করিম বৈঠকে উপস্থিত ছিলেন। বিটিসিএল এবং টেলিটক-কে লোকসান কমিয়ে মুনাফার ধারায় ফিরিয়ে আনতে বৈঠকে আমন্ত্রিত ছিলেন টেলিটক দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং অনলাইনে আলাপ অ্যাপ নির্মাতা দেশীয় প্রতিষ্ঠান রিভ সিস্টেমস এর সিইও এম রেজাউল হাসানকে বিদেশ থেকে অনলাইনে সংযুক্ত করা হয়।
বৈঠক সূত্রে প্রকাশ, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিটিসিএল জিপন এর ব্যবহার ও সেবা বাড়াতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপিএবি-কে একটি প্রস্তাবনা দিতে বলেছেন প্রতিমন্ত্রী পলক। এসময় সংগঠনটির সভাপতি ইমদাদুল হক ও মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতেই বিটিসিএল এর কে বিগত ৫ বছরের অপারেটিং এর লাভ/ লোকসানের হিসাব পেশ, প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, সম্পদের সুষ্ঠু ব্যাবহার নিশ্চিতকরণ এবং টেলিটকের সাইটসমূহে ৪জি চালুকরণ, কোম্পানির ভ্যালুয়েশন নির্ধারণ, আদর্শ কর্মপদ্ধতি (SOP) প্রণয়ন, গুরুত্বপূর্ণ স্থানে ৫জি প্রযুক্তি চালুকরণ বিষয়ে আলাপ করেন জুনাইদ আহমেদ পলক। এসময় বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন তিনি।
বৈঠক বিষয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, বৈঠবে বিটিসিএল এর আলাপ অ্যাপ এর অগ্রগতির খোঁজ নিয়ে আলাপের ব্যাবহার বৃদ্ধিতে অ্যাপটি আরো আধুনিক করা এবং এর প্রচার-প্রচারণার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে জিপন সংযোগটি যেন জীবন্ত হয় সে জন্য সরকারি-বেসরকারী যৌথ অংশীদারিত্বে কর্মকৌশল গ্রহণ করতে বলা হয়েছে। এছাড়াও টেলিটকের ই-সিম চালুকরণ, ফ্রি সেবা প্রদান, ইআরপি প্লাটফর্মটি পরিবর্তন, ব্যবস্থাপনা পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদসমূহে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ, অপ্রয়োজনীয় সকল ব্যয় পরিহার, অ্যাক্টিভ শেয়ারিং, ব্যাটারি ব্যাকআপ বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
এ নিয়ে পলক বলেছেন, কলিং অ্যাপ আলাপকে জনপ্রিয় করার পাশাপাশি জাতীয় সোশ্যাল প্লাটফর্ম তৈরি করার যথেষ্ট সুযোগ বাংলাদেশের আছে। বিটিসিএলের আলাপ, জীবন এবং অব্যবহৃত ভূমি ও অবকাঠামো কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব।