যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন তারা হয়তোবা খেয়াল করেছেন যে সেখানে আপনি যাদের ফলো বা অনুসরণ করেছেন তারা কে কী করছে, কী লাইক করছে বা কোথায় কমেন্ট করছে সেটি দেখা যায়। ‘লাভ’ বাটনে ক্লিক করলে বামপাশে এটি দেখা যায়। এই সপ্তাহ থেকে ফিচারটি বন্ধ করে দিচ্ছে ইনস্টাগ্রাম।
‘ফলোয়িং’ অ্যাক্টিভিটি ট্যাবটি ততোটা জনপ্রিয় নয়। কারণ অধিকাংশ ব্যবহারকারী তার সাথে কি ঘটছে সেটি জানতে চায়। আর তাই যাদেরকে ফলো করা হয়েছে তারা কোথায় কমেন্ট করলো বা লাইক দিলো সেটি দেখার আগ্রহ অধিকাংশেরই থাকে না।
আবার অনেক ব্যবহারকারী নিজে কী করছে সেটি অন্যকে জানাতে চান না। এই ফিচারটি ফলে তাদের প্রাইভেটি নষ্ট হচ্ছে এমনও অভিযোগ রয়েছে। সেকারণেই ফিচারটি বন্ধের উদ্যোগ নিয়েছে ফেসবুকের মালিকানাধীন প্লাটফর্মটি।
তবে ডিসকাভার বাটনের মাধ্যমে যাদেরকে ফলো করা হয়েছে তারা কি পোস্ট দিয়েছেন, এমনকি ফলো না করা জনপ্রিয় অ্যাকাউন্ট, তাদের পোস্টগুলোও দেখা যায়। ফলে উক্ত ট্যাব বন্ধ হলে হতাশার কিছু নেই!
ডিবিটেক/বিএমটি