মাইক্রোসফট তাদের জেনারেটিভ এআই চ্যাটবট কোপাইলটে বাংলাসহ একাধিক নতুন ভাষা যুক্ত করছে। এর মধ্যে রয়েছে হিন্দি, তামিল ও তেলেগু। চ্যাটবটটির সর্বশেষ হালনাগাদ ভার্সনে ভাষাগুলো যুক্ত করা হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।
বর্তমানে কথোপকথনের ভিত্তিতে যেকোনো তথ্য পেতে চ্যাটজিপিটি বা জেমিনির মতো জেনারেটিভ এআই চ্যাটবটগুলো বেশ পরিচিত। এ বাজারে নিজেদের অবস্থান জানান দিতে ২০২৩ সালে কোপাইলট নামের লার্জ ল্যাঙ্গুয়েজভিত্তিক চ্যাটবট আনে টেক জায়ান্ট মাইক্রোসফট। তবে এতদিন ভারতীয় উপমহাদেশের কোনো ভাষায় এতে নির্দেশনা (প্রম্পট) দেয়া ও উত্তর পাওয়া যেত না।
সর্বশেষ হালনাগাদের পর ব্যবহারকারীরা স্থানীয় চারটি ভাষায় কোপাইলটকে কোনো তথ্য জিজ্ঞাসা করতে পারবেন। একইভাবে কোপাইলটও এসব ভাষায় উত্তর দিতে পারবে। তবে হালনাগাদে আর কোন ভাষা যুক্ত করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, বর্তমানে প্রায় ২৭টি ভাষায় কথোপকথন চালিয়ে যেতে পারে কোপাইলট।
ডিবিটেক/বিএমটি