দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আগামী ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় গণভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রাক বাজেট আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুব আলমের নেতৃত্বে বৈঠকে আইসিটি খাতের প্রতিনিধি হিসেবে বৈঠকে বক্তব্য দেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।
প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঞ্চালনায় বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন।
বৈঠকে ৫টি বিষয়কে প্রাধান্য দিয়ে বক্তব্য দেন বেসিস সভাপতি। শুরুতেই তিনি কর অব্যহতির সময়সীমা বাড়ানোর বিষয়ে অনুরোধ জানান তিনি।

এছাড়াও সরকারের প্রযুক্তি সেবা ক্রয়ে দেশীয় প্রতিষ্ঠানকে প্রাধান্য দিয়ে আইসিটি সেবার রপ্তানি বাড়ানোর লক্ষ্যে একটি স্বায়ত্তশাসিত আইসিটি এক্সপোর্ট প্রমোশন এজেন্সি গঠন করা; দক্ষ মানবসম্পদ তৈরির উদ্দেশ্য একাডেমিয়াকে ইন্ডাস্ট্রির স্বার্থে আরো নিবিড়ভাবে কাজে লাগানোর জন্য নীতিমালা প্রণয়ন এবং আইসিটি পণ্য ও সেবার মেধা স্বত্বের মূল্যায়নে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন রাসেল টি আহমেদ।
বৈঠক বিষয়ে তিনি জানান, বৈঠকে আইসিটি ইন্ডাস্ট্রির সক্ষমতা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা শুনে প্রধানমন্ত্রী বেশকিছু উপদেশ ও দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বেশ খোশ মেজাজেই আমার কথা শুনেছেন। তাই সামনের দিনে ভাল কিছুর প্রত্যাশা আমরা করতেই পারি।