আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভিসিপিয়াব) এর দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। ২০২৪-২৬ মেয়াদের এই নির্বাচনের জন্য এরই মধ্যে পরিচালনা বোর্ড এবং আপিল বোর্ড গঠন করা হয়েছে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদ সদস্য জারা জবিন মাহবুবকে নির্বাচন পরিচালনা বোর্ডর সভাপতি করে তিন সদস্যের নির্বাচন পরিচলনা বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অপর সদস্যরা হলেন- বেসিসের প্রাক্তন জেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড ডিরেক্টর প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যে কোনো অভিযোগ বা আপিলের সমাধানের জন্য আপিল বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মোঃ হাসান বাবু। এই বোর্ডের বাকি সদস্যরা হলেন- স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও লিগ্যাল সার্কেলের প্রতিষ্ঠাতা অনিতা গাজী রহমান।