রাজধানী ঢাকার মোহাম্মাদপুরে অবস্থিত রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে শনিবার হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক টেক কার্নিভাল। প্রতিষ্ঠানটির আইটি ক্লাবের আয়োজনে সপ্তম এই কার্নিভালে চলছে গেইমিং টুর্নামেন্ট, বুট শো-কেসিং, টেকক্যুয়েস্ট হান্ট ও বাজার কুইজ। দেশের ২৫০ টিরও বেশি প্রতিষ্ঠান থেকে ৪ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই কার্নিভালে।
তাদেরর কেউ কেউ মাউস-কি-বোর্ডে ঝড় তুলছেন গেইম প্রতিযোগিতায়। কেউ আবার অংশ নিয়েছেন আন্তর্জাতিক গাড়ির রেসে। একটি বড় দল মশগুল হয়েছে ভেলোরেন্ট কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপ-এ।
বাজার কুইজ ফাইনালে তড়িৎ সঠিক প্রশ্নের জবাব দিয়ে পুরস্কার জেতার প্রতিযোগিতায় দারুণ উৎসাহ দেখা গেলো অংশগ্রহণকারীদের। কেউ আবার স্মার্ট বাংলাদেশের জন্য নানা প্রকল্প উপস্থাপন করেছেন উৎসব প্রাঙ্গনে। উদ্ভাবিত ধারণা ও প্রোটোটাইপ বুঝিয়ে দিচ্ছেন দর্শনার্থীদের। এমনই নানার বট শোকেস, ট্রেজার হান্ট থেকে শুরু করে চমকপ্রদ সব আয়োজনে সাজানো এই কার্নিভালের অন্যতম সহযোগী সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
আয়োজন নিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ বলেছেন, এধরণের টেক কার্নিভালের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ ও এর সঠিক ব্যবহারে আগ্রহী করে তুলবে ।
এবারের কার্নিভালের অন্যতম চমক লেফটেন্যান্ট শেখ জামাল ইনোভেশন গ্রান্ট। গ্রাান্টে প্রায় ২০ লক্ষ টাকার অনুদান দেয়া হবে উদীয়মান তরুণ উদ্যোক্তাদের। রোববরা সমাপনীতে এই গ্র্যান্ট ঘোষণা করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।