রাজশাহী সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর রাজশাহী শাখার উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ রাজশাহীস্থ কাদিরগঞ্জ স্বপ্নচূড়া প্লাজার ৩য় এবং ৪র্থ তলায় প্রায় ৩৪ হাজার বর্গফুটের স্থানে ৭৫টি দোকান নিয়ে যাত্রা শুরু করছে তথ্যপ্রযুক্তি পণ্য বিকিকিনি ও সেবা প্রদানের বিশেষায়িত বাণিজ্যকেন্দ্র। এ উপলক্ষ্যে স্বপ্নচূড়া প্লাজায় ১৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হয়েছে হালনাগাদ তথ্যপ্রযুক্তিপণ্যের জমকালো প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী’।
প্রথম দিন থেকেই জমে উঠে এ প্রদর্শনী। উপচে পড়া ভিড়, নতুন প্রজন্মের উচ্ছ্বসিত পদচারণা আর জম্পেস বিকিকিনিতে প্রদর্শনী প্রাঙ্গনে ছিল প্রাণের মেলা। দর্শনার্থীরা প্রাণ ভরে উপভোগ করেছেন সেসব। আজ ১৭ ফেব্রুয়ারি, শনিবার, মেলার ৩য় দিন। রাজশাহীর বৃহত্তম এ তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে আজও নেমেছে প্রযুক্তি প্রেমীদের ঢল। ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
প্রদর্শনী সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। প্রদর্শনীর প্রবেশ মূল্য ১০ টাকা। তবে বিসিএসের ঐতিহ্যের ধারাবাহিকতায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র দেখানো/ইউনিফর্ম পরিধান সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকছে। মেলার শেষদিন রয়েছে বিক্রিত টিকেটের উপর র্যাফেল ড্র। র্যাফেল ড্র বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
ডিজিটাল জীবনধারাভিত্তিক পণ্য ও সেবার এ বর্ণিল প্রদর্শনীতে খোঁজ মিলছে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার নতুন সব আবিষ্কারের। সচেতনতামূলক ও ব্যবসাবান্ধব এ প্রদর্শনীতে বিশেষ ছাড় ও উপহারসহ কেনাকাটা করা যাচ্ছে পছন্দের তথ্যপযুক্তি পণ্য। নতুন প্রযুক্তি, কলাকৌশল, প্রযুক্তিপণ্য ও সেবা এবং তা নিয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ রয়েছে। তথ্যপ্রযুক্তির ৭০টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। এতে থাকছে ৭৫টি দোকান/স্টল এবং ৯টি প্যাভিলিয়ন।