মাইক্রোসফট তার উইন্ডোজ ১০ প্রিভিউ বিল্ড ফর ইনসাইডার্স উন্মুক্ত করেছে। আর এই সংস্করণে পিসির সাথে ব্লুটুথ অ্যাক্সেসরিজ যুক্ত করা অনেক সহজ করা হয়েছে। খবর এনগ্যাজেট।
২০১৮ সালে প্রযুক্তি জায়ান্টটি প্রথম সুইফ্ট পেয়ার নামের এই ফিচার উন্মুক্ত করে, যার মাধ্যমে সহজে পিসিতে ব্লুটুথ ডিভাইস যুক্ত করা যায়। যখন ফিচারটি চালু থাকে এবং পিসি রেঞ্জের মধ্যে অ্যাক্সেসরিজ থাকে তখন উভয় ডিভাইসের মধ্যে সংযোগ করবেন কীনা সেটি পপ-আপ আকারে দেখানো হয়।
আগে ঐ পপ-আপে ক্লিক করলে সেটি সেটিংস পেজে নিয়ে যেতো। উইন্ডোজের নতুন আপডেটে সকল পেয়ারিং নোটিফিকেশন বা ঐ পপ-আপ উইন্ডোর মধ্যেই সম্ভব হবে।
আর আপনি যদি কানেক্ট করতে না চান তাহলে সেটি বন্ধ করেও দিতে পারবেন। নোটিফিকেশনে অ্যাক্সেসরিজের ধরণও দেখাবে নতুন আপডেটে। যেমন সেটি কীবোর্ড, মাউস নাকি অন্যকিছু।
ডিবিটেক/বিএমটি