আমরা অনেকেই বিভিন্ন সেবার পরীক্ষামূলক সাবস্ক্রিপশন গ্রহণ করে থাকি। অনেক সময় নির্ধারিত সময়সীমা পার হলেও সাবস্ক্রিপশন বন্ধ করতে ভুলে যায়। যার কারণে অনাকাঙ্খিতভাবে ঐ সেবার সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হয়।
তবে এবার অনাকাঙ্খিত সাবস্ক্রিপশন রোধ করবে অ্যাপ। যুক্তরাজ্যে এমনই এক সেবার অ্যাপ চালু হয়েছে। খবর বিবিসি।
জস ব্রোউডার নামের একজন ডেভেলপার যিনি ডু নট পে নামের এক অ্যালগরিদম তৈরি করেছে তিনি এই অ্যাপটি ডেভেলপ করেছেন। তার ঐ অ্যালগরিদম ফ্লাইট পার্কিং ফি রোধ করতে সফলভাবে সক্ষম হয়েছে।
ফ্রি ট্রায়াল সার্ফিং নামের এই অ্যাপের সাথে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের সম্পর্ক নেই। তবে অনেকগুলো ব্যাংকের সাথে এই অংশীদারিত্ব রয়েছে।
এই অ্যাপের প্রতিটি গ্রাহককে একটি ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার দেয়া হবে তার নামেই। যার মাধ্যমে তিনি বিভিন্ন সেবার জন্য সাইনআপ করতে পারবেন। এই কার্ডটি ডু নট পে কোম্পানির নামে নিবন্ধিত।
সেবার সাইনআপ ছাড়া কোনো ক্ষেত্রে ফি পরিশোধের জন্য এটি কার্যকরী হবে না। ফলে অনাকাঙ্খিত সাবস্ক্রিপশন রোধ হবে। গ্রাহককে কোনো ফি পরিশোধ করতে হবে না।
ডিবিটেক/বিএমটি