“নগর পরিকল্পনায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স”-এর ব্যবহার নিয়ে সোমবার চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো “আগামীর কল্পনা: নগর পরিকল্পনার ভবিষ্যত উন্মোচনে জিও-এআই’র সৌন্দর্য্য” (Seminar on Envisioning Tomorrow: The Elegance of Geo-AI Unveiling Urban Planning’s Future) শীর্ষক একটি সেমিনার।
বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও চুয়েট প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল ইসলাম।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের অ্যাসেক্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিজ্ঞানী এবং চুয়েট নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ‘১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মাহিদ।
চুয়েট নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান দেবাশীষ রায় রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক তন্দ্রা দাশ। উক্ত সেমিনারে চুয়েট নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।