সামাজিক স্বীকৃতির অংশ হিসেবে ফ্রিল্যান্সারদেরও সিআইপি মর্যাদা দেয়ার চিন্তা করছে সরকার। তাদেররকে অভিবাদন জানানো প্রতিটি জাতীয় অনুষ্ঠানে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের সহায়ক কারিকুলাম উন্নয়নে ডিনদের ক্ষমতা দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক মোস্তাফা কামাল।
তিনি বলেছেন, অচিরেই পোশাক শিল্পের বাজার আইটিতে শিফট করবে। ফ্রিল্যান্সারদের চাহিদা বাড়বে। ন্যানো টেকননোলজি-তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার। এজন্য ব্যাকং কনসোর্টিয়াম গঠন করা হবে। আমরা বিদেশের ওপর নির্ভশীল থাকবো না। আমরা পরের কাজ নয়। আমরা এবার চাই গুগল ও আমাজনের মতো প্রতিষ্ঠান আমাদের দেশে হোক। এভাবেই আমরা আত্মনির্ভরশীল হবো।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ের ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইসিটিডি মহাপরিচালক।
ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। ‘ফ্রিল্যান্সিং: স্মার্ট ক্যারিয়ার, স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারটির সভাপতিত্ব করেন বিএফডিএ সভাপতি ডা. তানজিবা রহমান।
সেমিনারে সবার সম্মিলিত প্রচেষ্টায় ফ্রিল্যান্সিং বৈদেশিক মুদ্রা উপার্জনকারী অন্যতম খাতে পরিণত হবে প্রত্যাশা করে এ জন্য ব্র্যাক ব্যাংকের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন সেলম আর এফ হোসেন।
ফ্রিল্যান্সারদের সম্বোধন করে তিনি বলেন, আপনাদের সুবিধার কথা মাথায় রেখেই আমরা ব্র্যাক ব্যাংক Freelancer Matrix Card চালু করেছি। এ কার্ডের মাধ্যমে বৈদেশিক উপার্জন সহজ হয়েছে। ৬৫% অর্থ টাকায় ও ৩৫% বৈদেশিক মুদ্রায় রাখা যায়। তাই এ কার্ডটি আপনাদের অনেক উপকারে আসছে। ফ্রিল্যান্সার হিসব- এ আরও নতুন সার্ভিস যুক্ত করা যায়, কিনা সে ব্যাপারে আপনারা মতামত দেবেন।