ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এর অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত চ্যাটবট বন্ধ করে দিয়েছে ফেসবুক। ইসরায়েলের আরব রাজনীতিবিদরা ‘আমাদের সকলকে ধ্বংশ করে দিতে চায়’ এমন মেসেজ পোস্ট করার পর সেটি বন্ধ করে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর এনগ্যাজেট।
আগামী মঙ্গলবারের নির্বাচনকে সামনে রেখে নেতাহিয়াহুর অনুসারী বৃদ্ধিতে এই চ্যাটবটটি পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। মূলত বিরোধীপক্ষকে ঘায়েল করার জন্য নিজেদের অনুসারীদের এমন বার্তা পাঠানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে, তারা আমাদের সকলকে ধ্বংশ করে দিয়ে চায়- নারী, শিশু এবং পুরুষ। এবং নিউক্লিয়ার ইরান চালু করবে যা আমাদের সমূলে উৎপাটন করবে।
ফেসবুকের পলিসি ভঙ্গ করার দায়ে প্রাথমিকভাবে ২৪ ঘন্টার জন্য চ্যাটবটটি বন্ধ করে দেয়া হয়। এরপরেও নীতিমালা না মানলে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ফেসবুক।
এই ব্যান শুধুমাত্র চ্যাটবটে প্রভাব ফেলছে, নেতানিয়াহুর অফিশিয়াল ফেসবুক পেজে কোনো প্রভাব ফেলবে না। নেতানিয়াহু নিজে সেটি লেখেন নি এবং দ্রুতই সেটি মুছে ফুলে হয়েছে বলে দাবি করেছেন। ঐ পেইজের সব পোস্ট তিনি এডিট করেন নি বলেও জানান তিনি।
ডিবিটেক/বিএমটি