দীর্ঘ বিরতীর পর বাংলাদেশের লেনোভোর স্মার্টফোন বাজারজাত করতে যাচ্ছে স্মার্ট টেকনোলজি। ২০১৬ সালে স্মার্ট টেকনোলজির হাত ধরে লেনোভোর মোবাইল ও স্মার্টফোন বাংলাদেশের বাজারে আসে। এবার এই প্রতিষ্ঠানটির মাধ্যমেই বাংলাদেশে নতুন দুই মডেলের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে লেনোভো। মডেল দুটি হলো- লেনোভো এ৫ এবং লেনোভো এ৬ নোট।
এরমধ্যে লেনোভো এ৫ মডেলের ফোনটির অন্যতম আকর্ষণ এর ক্যামেরা। ডিভাইসটির পেছন দিকে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনের দিকে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটি দিয়ে ছবি তুলে সেগুলো ডিএনজি ফরম্যাটে সংরক্ষণ করা যায়। ফোনটির দাম ১১ হাজার ৫০০ টাকা।
অপরদিকে ৬.০৮৮ ইঞ্চি ওাটার ড্রপ মেগা ডিসপ্লের লেনোভো এ৬ নোট ফোনটিতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম ব্যবহৃত হয়েছে। এই ফোনটিতে হেলিও পি২২ প্রসেসর ইউজ করা হয়েছে। এটি দিয়ে গেম খেলার সঙ্গে মাল্টি টাস্ক করা যাবে। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও শুট করতে পারবেন ব্যবহারকারী। দাম ১৫ হাজার টাকা।