‘র্যাব-প্রিজন ইনমেট ডাটাবেজ’ এর পর এবার তৈরি হচ্ছে ‘কারাবন্দি ডাটাবেজ’। আগামী ১৭ সেপ্টেম্বর এই ডাটাবেজের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সূত্রমতে, কারাবন্দিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানাসহ বন্দি কোন কারাগারে আছেন, তার অপরাধের ধরন, মামলার সংখ্যা, আদালতে হাজিরার তারিখ ও হাজতবাসের বিস্তারিত তথ্য থাকবে এই ডাটাবেজে। হাজতির আইডি নম্বরের বিপরীতে সব কিছুই পাওয়া যাবে এক ক্লিকে। পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্রের সার্ভার, বিমানবন্দর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সঙ্গেও যুক্ত করা হবে ডাটাবেজটি। প্রতিদিনই ডাটাবেজটি হালনাগাদ করা হবে।
কারা অধিদফতর সূত্রে জানাগেছে, ডাটাবেজে বন্দির ছবি, আঙুলের বায়োমেট্রিক ছাপ, চোখের মনির স্ক্যান ও আগের অপরাধের রেকর্ডসহ সব ধরনের তথ্য-উপাত্ত থাকবে এই ডাটাবেজে। এর মাধ্যমে বন্দিদের নিরাপদ আটকের বিষয়েও আরও স্বচ্ছতা আসবে। এতে অপরাধীদের যেমন শনাক্ত করা সহজ হবে, তেমনি জামিনে বেরিয়ে পালিয়ে যাওয়ার পথও বন্ধ হবে।
প্রসঙ্গত, দেশে বর্তমানে ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগার রয়েছে। কারা সদর দফতর, সাতটি বিভাগীয় কারা দফতর ৬৮টি কারাগার নিয়ে দেশের কারা বিভাগ গঠিত। নিয়মিত বন্দির সংখ্যা এখন ৮০ হাজারের বেশি।