সরবরাহকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের (মুদি দোকানদার, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের) মধ্যে যোগসূত্র স্থাপন করতে ফেনী জেলার ৬টি এলাকায় নিজেদের সেবা শুরু করেছে প্রিয়শপ। এছাড়াও শিগগিরই ঢাকার দক্ষিণখান ওকেরানীগঞ্জ এবং চাঁদপুর ও কক্সবাজারে ব্যবসায় শুরু করতে যাচ্ছে বি-টু-বি মার্কেটপ্লেসটি।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রিয়শপ ককর্ণধার আশিকুল আলম খাঁন।
তিনি জানিয়ছেন, প্রিয়শপ ইতোমধ্যে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে তাদের অপারেশন পরিচালনা করে আসছে এবং দেশের সর্বস্তরে ব্যবসায় সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
আশিক বলেন, “প্রিয়শপ বর্তমানে দেশের ৩৭,০০০ রিটেইলারদের জন্য ১৭০টিরও অধিক জনপ্রিয় ব্র্যান্ডের সাথে কাজ করছে এবং ৩,৫০০ এর অধিক পণ্যের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে।” তিনি প্রিয়শপের মাধ্যমে দেশের ৬৫,০০০ গ্রামের প্রতিটি উদ্যোক্তার কাছে সেবাসমূহ পৌঁছে দিতে কাজ করছেন যাতে করে দেশের সকল মুদি দোকানদার প্রযুক্তির ব্যবহার করে তাদের সকল প্রতিবন্ধকতা দূর করতে পারে।