দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছতে বেসরকারি কোনো কুরিয়ার সার্ভিসেরই ডাক বিভাগের মতো সক্ষমতা নেই উল্লেখ করে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে ই-কমার্সের লজিস্টিক সেবার অবকাঠামো হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। একইসঙ্গে ই-কমার্স সেবা প্রান্তিক ডাক বিভাগ কানেক্টিভিটি ও পণ্য পৌঁছানোর লজিস্টিক সেবা উন্নত করতে ডাকের গাড়িসহ রেলেও চিলিং চেম্বার ও গোডাউন স্থাপন করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ‘ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইসিএমএ) ২০২৩’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ডিজিটাল ই-কমার্স নীতিমালা প্রণয়ন করার সময়ও নানা প্রশ্ন উঠেছিলো। আইসিটি বিভাগ থেকে তৈরি নীতিমালাটা তাই বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় সেটি সাদরে গ্রহণ করে। এরই মধ্যে তারা এটিকে এমন ভাবে ওউন করছে; ফলে ই কমার্সকে এখন আর এতিম বলে বিবেচনা করা যাবে না। তাই শত্রুদের আমি বলবো, আমাদের আগে কোনো দেশ ডিজিটাল নিজেদের দেশের সঙ্গে যুক্ত করতে পারেনি। এটি এখন অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে। রাস্তা নেই, কিন্তু ইন্টারনেট আছে। এটি সাহস যোগায়। তার দিয়ে যে সব এলাকায় ইন্টারনেট না পাওয়া যায়, সেখানে স্যাটেলাইট সংযোগ দেয়া হয়েছে। প্রতিটি ঘরে ইন্টারনেট থাকতে হবে। সংযোগের এই রূপান্তর একটি মানুষ করেছে। তিনি হলেন প্রধানমন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, বাণিজ্য সংগঠন হিসেবে ই ক্যাবের নিবন্ধন পাওয়াটা খুব কঠিন দেই। ই ক্যাব একটা বীজ বপন করেছে। এখন এই বীজ থেকে চারাগাছ হবে, আর চারাগাছ থেকে বিশাল বৃক্ষ হবে। আমরা আশা করি এই ডিজিটাল বাণিজ্যের আরও প্রসার হবে। সামনের দিন প্রবৃদ্ধির ও সম্প্রসারণের।
মন্ত্রী বলেছেন, আগামী দিনে মোবাইল নয় স্যাটেলাইটের মাধ্যমে ৫জি সেবা দেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক।
ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোস্তাফা কামাল, আইসিটি সচিব মোঃ শামসুল আরেফিন, ডব্লিউটিও মহাপরিচালক হাফিজুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিদেশি অতিথি, ই-ক্যাব সহ সভাপতি সাহাব উদ্দিন শিহাব, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল, ই-ক্যাব পরিচালক ও ইকমা-২০২৩-এর আহ্বায়ক খন্দকার তাসফিন আলম ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, অ্যাওয়ার্ডপ্রাপ্ত এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।