মাইক্রোসফটের মালিকানাধীন জনপ্রিয় টাস্ক অ্যাপ্লিকেশন ওয়ান্ডারলিস্টের প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান রেবার অ্যাপটির মালিকানা ফেরত পেতে চায়। এই লক্ষে অ্যাপটি বন্ধ করার আগেই মাইক্রোসফটের কাছ থেকে অ্যাপটি কিনে নেয়ার প্রস্তাব করেছেন তিনি। খবর এনগ্যাজেট।
রেবার বলেন, মানুষ এখনও অ্যাপটিকে ভালোবাসে এবং ব্যবহার করে। যেহেতু মাইক্রোসফট তার নিজস্ব টু-ডু অ্যাপের দিকে গুরুত্ব দিয়েছে, তাই যেকোনো সময় ওয়ান্ডারলিস্টকে বন্ধ করে দিতে পারে মাইক্রোসফট।
রেবার তার প্রস্তাবনায় অ্যাপটির টিমকে রেখে দিলেও আপত্তি রাখবেন না। বরং অ্যাপটি চালু থাকলে ঐ ডেভেলপারদের গর্ববোধ এবং আনন্দ টিকে থাকবে বলে তিনি দাবি করেন। তিনি দু:খ প্রকাশ করে বলেন, পরিকল্পনামতো ওয়ান্ডারলিস্টকে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি।
যদিও মাইক্রোসফট ওয়ান্ডারলিস্টকে বিক্রি করবে কিনা সেটি জানা যায়নি। বিক্রি না করার পিছনে কারণ রয়েছে। কারণ ওয়ান্ডারলিস্ট বিক্রি করলে এটিই মাইক্রোসফটের টু-ডু অ্যাপের প্রতিযোগী হয়ে দাঁড়াবে।
ডিবিটেক/বিএমটি