মুক্তপাঠে শুরু হলো ‘ডিজিটাল নিরাপত্তা’ বিষয়ক অনলাইন কোর্স। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ১৭টি সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতামত ও পরামর্শের ভিত্তিতে কোর্সটিতে রয়েছে ৮টি মডিউল, ২৩টি ভিডিও লেসন, ১৬ টি হ্যান্ড-আউট। আছে চূড়ান্ত পরীক্ষা ও মূল্যায়ণের ব্যবস্থাও।
কোর্সটি শেষ করতে একজন অংশগ্রহণকারীর প্রায় ৪ ঘন্টা (সর্বোচ্চ ১ সপ্তাহ পর্যন্ত) সময় লাগতে পারে। সফলভাবে কোর্স সম্পন্ন করলে পাওয়া যাবে সার্টিফিকেট।
মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড এবং ইউএনডিপি সহায়তায় পরিচালিত এটুআই-এর ই-লার্নিং প্লাটফর্ম- ‘মুক্তপাঠ’ (www.muktopaath.gov.bd) এর মাধ্যমে কোর্সটি অনলাইন এবং মোবাইল অ্যাপ (গুগল প্লে স্টোর) ব্যবহার করে অংশগ্রহণ করা যাবে। এর মাধ্যমে স্বল্পতম সময়ে অল্প খরচে অধিক সংখ্যক কর্মকর্তাকে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান সম্ভব হবে।
জানাগেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশক্রমে আইসিটি’র নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ‘ডিজিটাল নিরাপত্তা’ বিষয়ক সচেতনতা তৈরি করতে এই অনলাইন কোর্স তৈরি করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (ডিএসএ) এবং এটুআই-এর যৌথ উদ্যোগে রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি সম্মেলন কক্ষে রোববার (৮ সেপ্টেম্বর) কোর্সটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব এন এম জিয়াউল আলম, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক তারেক এম বরকতউল্লাহ ও এটুআই-এর চিফ টেকনিক্যাল অফিসার আরফে এলাহি, আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আব্দুল আলীম প্রমুখ এসময় উপস্থিতি ছিলেন।