চলতি বছরের তৃতীয় প্রান্তিকে টেসলার শেয়ারমূল্য কমেছে ১৫ শতাংশ। তবে এ বছরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত হিসাব করলে কোম্পানির সার্বিক শেয়ারমূল্য বেড়েছে ৯৬ শতাংশ।
ইয়াহু ফাইন্যান্সের তথ্য অনুসারে, তৃতীয় প্রান্তিকের আর্থিক হিসাবে প্রত্যাশার তুলনায় বাজে ফলাফল দেখিয়েছে টেসলা। এমনকি শেয়ারপ্রতি ও সামগ্রিকভাবে উভয় ক্ষেত্রেই আয় কমে গিয়েছে, যেখানে দুই হাজার ৩৩৫ কোটি ডলার আয় করে বিশ্লেষকদের অনুমান পূরণ করতে ব্যর্থ হয় কোম্পানিটি।
বিনিয়োগ কোম্পানি ‘ওয়েডবুশ সিকিউরিটিস’-এর বিশ্লেষক ড্যান আইভস এই আর্থিক আয়ের হিসাবকে ব্যাখ্যা করেছেন ‘মিনি ডিজাস্টার’ বা ছোটখাট বিপর্যয় হিসেবে, যেখানে কোম্পানির আসন্ন পণ্য ‘সাইবারট্রাক’ নিয়ে তেমন প্রত্যাশা ব্যক্ত না করে মাস্ক মনযোগ দিয়েছেন উচ্চ সুদের হারের দিকে।
এমন পরিস্থিতির জন্য টেসলার শেয়ার মালিকদের অন্যতম ইউটিউবার (প্রায় ২০ লাখ ফলোয়ার রয়েছে) কেভিন প্যাফরাথের পাশাপাশি অন্যরাও মাস্কের পারফর্মেন্সের সমালোচনা করেছেন। ইয়াহুকে আর্থিক বিশ্লেষক প্যারাথ বলেছেন, “আমাদের জানা উচিৎ, অন্ধকার টানেলের শেষে আলো থাকে। আর সিইও কেবল অভিযোগ করছেন, সত্যিকারের সমাধান দিচ্ছেন না।”
এদিকে টেসলার তৃতীয় প্রান্তিকের আর্থিক আয়ের হিসেবে ‘শিশুর মতো’ আচরণ ও ‘প্রায় কান্নায় ভেঙে পড়ার’ অবস্থা হয়েছিল টেসলা প্রধান মার্কিন ধনকুবের ইলন মাস্কের। বহুল প্রতীক্ষিত পিকআপ ট্রাককে ‘ভালো পণ্য’ হিসেবে আখ্যা দিলেও “সাইবারট্রাকের মাধ্যমে আমরা নিজেদের কবর নিজেরাই খুড়েছি” বলে মন্তব্য করেছেন তিনি।