বিশ্বের সর্ববৃহৎ ইকমার্স কোম্পানি অ্যামাজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)’। আগামী সপ্তাহেই মামলাটি হতে পারে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ। খবর রয়টার্স।
খবরে বলা হয়, মামলাটিতে সমর্থন পাওয়ার লক্ষ্যে এরইমধ্যে বিভিন্ন মার্কিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের কাছে এর খসড়া পাঠিয়েছে এফটিসি।
মামলাটি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ইঙ্গিত মিলেছে, মামলাটি হবে অ্যামাজনের স্ট্রিমিং সেবা প্রাইমকে নিয়ে। এ ছাড়া, কোম্পানিটি বিভিন্ন থার্ড পার্টিকে নিজেদের বিজ্ঞাপনী সেবার তথ্য ব্যবহারের জন্য চাপ দিচ্ছে, এমন অভিযোগও রয়েছে।
এফটিসি’র মতে, প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে নিজস্ব পণ্য তুলনামূলক কম দামে বিক্রি ঠেকাতে বিভিন্ন নিয়ম বানিয়েছে অ্যামাজন। একই অভিযোগে ক্যালিফোর্নিয়ায় মামলা হয়েছে কোম্পানির বিরুদ্ধে।
কয়েক বছর ধরেই এফটিসি’র তদন্তের মুখে পড়েছে অ্যামাজন। সম্ভাব্য মামলাটি হতে যাচ্ছে এ বছর কোম্পানির বিরুদ্ধে চতুর্থ আইনি পদক্ষেপ।
ডিবিটেক/বিএমটি